উদ্দাম অধিনায়ক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অন্ধকার কেটে সোনালী সূর্য্ উদিত হোক,
যুদ্ধ রণে ফিরে আসুক উদ্দাম অধিনায়ক।
দুর্ণীতিবাজদে উৎসব দিন ! জুলুমে ভরপুর
মুক্তির উৎকণ্ঠায় অস্থির দুপুর-
ন্যায়নীতিবোধ সুপ্ত নিভৃত ক্লান্ত - এ দূর্দি্ন!
কবে আসবে সে শুভক্ষণ ?
কে মশাল জ্বালাবে পথে প্রান্তরে দূরন্ত যৌবন্
তার প্রতীক্ষায় আছি হে উদ্দাম অধিনায়ক।
শুনেছি তুমি সেই কান্ডারী, তুমি সেই সততা !
তুমি সেই মুক্তির প্রসন্নতা
বজ্র হুঙ্কারে এ দুর্ণীতিকে স্ব-মূলে রোধ করো,
হে উদ্দাম অধিনায়ক ! জানি হে তুমি পারো।
সত্যের বসন্ত ফিরে দাও নব নব ঊষায়
আসুক ফিরে মুক্তি লাল সবুজের পতাকায়।
---------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************


২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।