ঈমানের প্রদীপ জ্বলুক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঈমানের প্রদীপ জ্বলুক, এ প্রাণে আসুক বৈশাখ,
সত্যের আগুনে মিথ্যেরা নিশ্চিহ্ন হয় যাক।
মুনাফিকেরা নিয়েছে আজ ঈমানের ছদ্মবেশ,
কেন এতো বাতিলের প্রাচুর্যে ভরা দেশ ?
যে দেশে মুমিন আছে, মুসলমান আছে জানি,
সে দেশে কেন দুর্ণীতি জুলুম অত্যাচার রাহাজানি
লু্টেরাজে অবরুদ্ধ মুক্তিহীন অবাদ সন্ত্রাসে !
যে মসজিদে আযানে ধ্বনি ভেসে আসে
পথে ঘাটে মুমিন মসলমানের পদধ্বনি শুনি
সত্যেকে নিহত করে কে আসে উজ্জ্বল আরুণি ?
দুনিয়ার কোন মোহে আজ অসহ্য আবেগে,
মুমিনেরা হারিয়েছে পথ রাত্রির কালো মেঘে।
যে মুসলমানের হাতে ছিল সূর্য্ বিজয়ের পতাকা,
আজ কেন মুক্তির প্রচ্ছদ অশুরের চাঁদরে ঢাকা ?
ঈমানের প্রদীপ জ্বলুক, এ প্রাণে আসুক বৈশাখ,
সত্যের আগুনে মিথ্যেরা নিশ্চিহ্ন হয় যাক।
----------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************


২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।