ক্ষমতার সিড়ি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমরা ক্ষমতার সিড়ি ,
তোমরা আমাদের নিয়ত পদধূলিত করে
মসনদে বসে যাও, আমাদের ভুলে যাও
পায়ের প্রতিটি আঘাত, আমাদের বুকে পিঠে
রক্ত ক্ষরণের ছোপ ছোপ দাগ !
ক্ষতবিক্ষত চিহ্নগুলো নিরন্তর কাঁদে
তোমাদের পদধূলি ধন্য -
ক্ষমতা মসনদে সযত্নে আছে আমাদের ক্ষতগুলো
মুখ চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
এ বুকে শুনতে পাই জুলুম অত্যাচারের পদধ্বনি
তবু আমরা ক্ষমতার সিঁড়ি
মূল্যহীন, চিরকাল মূল্যহীন তোমাদের কাছে
তোমাদের এই নিষ্ঠুর পদাঘাত
একদিন হবে অপমান, অপদস্থ,পদস্খলন ।
-----------------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************


২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।