আমরা যে ভোটার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমরা যে ভোটার !
আমাদের ভোটাধিকার ফিরে দাও না কেন ?
আমাদের কেন বঞ্চিত করো তাড়িয়ে ?
কেন এত ছেলে খেলা করো গণতন্ত্রের নামে ?
স্বাধীনতার দোহাই আর কত দিবে ?
স্বৈরতন্ত্রের হ্যাঁ না আর কতো ?
স্বাধীনতার পতাকা পেয়েছি, অধিকার পাইনি এখনো
তোমরাই তো বল, আমরা ক্ষমতার উৎস !
এই শ্লোগানে শ্লোগানে আর কত ?
তোমাদের স্বৈরতন্ত্রের গণতন্ত্র
তোমাদের হ্যাঁ না ভোটের গণতন্ত্র
আমাদের করেছে জ্বলে পুড়ে ছাঁই
আমাদের কান্ডারী আমরা বেছে নিবো
সে অধিকার ফিরে দাও, সে অধিকার দিয়ে দাও
আমরা যে স্বাধীন মাতৃকার ভোটার।
-----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************
২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।