কবিতার কবিতা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
কবিতারা ইদানিং কাঁদে রোজ,
তাদের
কাঁন্না থামাতে পারিনি আজও ৷
ভাবতে ভাবতে কত কবিতা ঝরে যায়,
কত কবিতা মরে যায়,
রাখেনি কেউ খোঁজ!
আমি কতবার যে বাঁচানোর
চেষ্টা করি,
কখনও প্রেম ,
কখনও বিরহ,
কখনও সপ্ন,
কখনও কল্পনা,
কখনও বাস্তবতা,
কখনও ইতিহাস,
কখনও দর্শন,
কখনও প্রকৃতি,
কখনও বিবর্তন,
কখনও ছন্দে,
কখনও গন্ধে,
কখনও রন্ধ্রে
কখনও আন্দোলন ৷
তবুও হাজার হাজার কবিতা
ঝরে যায় , মরে যায়,
অবহেলায় অবেলায়,
আমার অক্ষমতায় ৷
সীমানার ওপারে যেয়েও
বাঁচিয়ে রাখতে চাই,
আমার প্রলাপের প্রেম,
আর রঙতুলির ক্যানভাস ৷
অথচ বাস্তবতার চাকায় পিষ্ট
হয়ে যায়
প্রত্যাশিত পায়রার পাখা,
আর কবিতার প্রিয় নির্ঝাস ৷
বিপরীত স্রোতের অপরাধী অলসতায়
কতটা আর লুকোনো যায়!
ভেসে ওঠে স্বপ্নের লাশ,
যাকে ইট
বেঁধে ডুবিয়ে রেখেছি এতদিন ৷
যতই বলো দুঃখবিলাস,
শোধ হবে না কখনও সে ঋণ ৷
যেভাবে এঁকেছি অভিলাষ,
অগোছালো অাঙ্গিনায়
হবেনা বিলীন ৷
রচনাকাল: ১৬-০৯-২০১৪ইং
সময়: রাত ১১:৩৯মি৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।