এ যুগের ছেলে মেয়েরা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ যুগের ছেলে মেয়েরা রুচিহীন খোলা মেলা,
যুগল বন্ধনে কত শত অঙ্গ ভঙ্গিতে ডাল পালা।
আবৃত আবরণ খুলে দেয় গুপ্ত বাঁধন ছাড়ি,
পথে ঘাটে নিষিদ্ধ কত কিছু চাষাবাদ করি !
লজ্জায় নিচু হয়ে আসে মাথা
করা যায় না শাসন, বলা যায় না কথা।
উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তাদের জানা,
এ যুগের ছেলের মেয়েরা জিন পরী দেও দানা।
কাউকে পরোয়া করে না
অঙ্গে অঙ্গে জানা পরিচয়- পরিণয় –কামনা
দিন শেষে বিচ্ছেদের ঘুটঘুটে অন্ধকার !
ভালবাসার রক্ত ক্ষরণের দুষ্টে অপমান তার।
জীবন প্রদীপ নিভে আসে, অঙ্গ কলঙ্কিত করে,
এ যুগের ছেলে মেয়েরা রুচিহীন খোলা মেলা
পথ বাধরে-
যা দেখাবার নয়, তা অবাদে দেখায় রাঙা ভোর,
গুপ্ত অমৃত রস খসে দেয় নিষিদ্ধ পল্লীডোর।
--------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************
২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।