লোভী চেনে যৌতুক প্রথা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নয় সে বীর ,কাপুরুষ সে ,নাই সম্মান ।
লোভী চেনে যৌতুক প্রথা , নির্লোভ চেনে মান,
কত ঢংকে সাজেরে ভাই যৌতুক নামের ভূত,
যে নামেই ডাকরে ভাই একই মায়ের পুত।
ঘর সাজনির তুফান ঝড়ে কত প্রাণ ঝরে,
ভন্ড স্বামী দেয় না সম্মান বুকে আগলে ধরে।
ঘাঁমচে ধরে চুল তাহার রক্ত মাংস ছিড়ে
আনরে যৌতুক বাক্স ভরে নইলে দিবে ছেড়ে।
বাপের বাড়ী গরীব বিধায় মুক্তি নাইরে দেখা
নির্যাতন আর অপমান সারা অঙ্গ আঁকা।
যৌতুক লোভী স্বামীরে ভাই কুসন্তান-
শত শত ধিক তারে অযূত অপমান।
যৌতুক- উপহার একই সঙ্গে চলে গলাগলি,
কত প্রাণ অকাল ঝরে, ভাঙে ফুল কলি।
ঘৃণা কর, ঘৃণা কর যৌতুক প্রথা ভাই,
সংসার কূলে স্ত্রী মত আপন কেহ নাই।
নয় সে বীর ,কাপুরুষ সে ,নাই সম্মান ।
লোভী চেনে যৌতুক প্রথা , নির্লোভ চেনে মান,
----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************


২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।