মিছেই তোমার বড়াই...
- ফয়েজ উল্লাহ রবি

মানুষ তুমি কিসের তোমার এতোটা যে বড়াই
বিনা কারণ কেনো তুমি করছো শুধুই লড়াই।
শূন্য থেকে শুরু তোমার শূন্যে যাবে মিশে
ক্ষমতা আর বাহাদুরি শুধুই মিছে-মিছে।
যেখান থেকে এলে তুমি আবার যাবে ফিরে
মিথ্যে মোহের মায়ায় ডুবে ভুল মানুষের ভীড়ে।
সঠিক পথের খোঁজে দিশা থাকতে সময় হাতে
যাওয়ার বেলায় একা তুমি কেউ যাবে না সাথে।
ভালো-মন্দ যা করেছ শেষ জীবনের সঙ্গী
দেখছে সকল ফন্দি তোমার তাঁর নজরে বন্দি।

দাম্মাম, সৌদিআরব
২২ জুলাই ২০২৩


২২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-১০-২০২৩ ১৩:০২ মিঃ

মানুষ তুমি কিসের তোমার এতোটা যে বড়াই
বিনা কারণ কেনো তুমি করছো শুধুই লড়াই?
শূন্য থেকে শুরু তোমার শূন্যে যাবে মিশে
ক্ষমতা আর বাহাদুরি শুধুই মিছে-মিছে।
যেখান থেকে এলে তুমি আবার যাবে ফিরে
মিথ্যে মোহের মায়ায় ডুবে ভুল মানুষের ভিড়ে।
সঠিক পথের খোঁজে দিশা থাকতে সময় হাতে
যাওয়ার বেলায় একা তুমি কেউ যাবে না সাথে।
ভালো-মন্দ যা করেছ শেষ জীবনের সঙ্গী-
দেখছে সকল ফন্দি তোমার তাঁর নজরে বন্দি।