তুমি মুক্ত
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তুমি মুক্ত তোমার কাছে
চাই না কিছু,
যেখানে খুশি যেতে পারো
ছুটছি না আর তোমার পিছু।

তুমি মুক্ত বন্য পাখি
আর কত জোরাজোরি করে
মন খাঁচায় তোমায়
বন্দি রাখি?

তুমি মুক্ত বাঁচো নিজের মতো করে
কোন সুজন যেন
তোমায় ভালবেসে
রাখে বুকে ভরে...


২২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।