বঞ্চিত ডাকিছে তোমায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে বীর, নীরব কেন- বৈষম্য যে এসেছে বাংলায়,
যোদ্ধা হয়ে তুমি লড়বে না কি তব মুক্তির আশায় ?
বঞ্চিত ডাকিছে তোমায় অশ্রু আঁখি তুলি
তুমি এসো হে, এসো হে বদ্ধ দ্বার খুলি।
অধিকার পেয়েছো কি ? ফুটেছে কি মুক্তির ফুল ?
যদি না ফোটে রুখে দাঁড়াও অধীর আকুল !
এখনো দেখেনি তোমার দুরন্ত সৈনিক সাজ !
বিদ্রোহ করো , বিদ্রোহী হও হে যোদ্ধা-আজ।
স্বাধীনতা পেয়েছো, ভেঙ্গেছে কি বৈষম্যের খিল?
এখনো চারিদিকে দেশ দ্রোহী দোসরের দল
হে বীর যোদ্ধা রচে যাও নব বিজয়ের গীতি
বঞ্চিত চেয়ে আছে তোমার পানে-শুন হে মিনতি।
সমতার প্রতি কেন এই তীব্র বিমুখতা ?
কোন কান্ডারী কি নেই যে দুর করে যাবে ব্যাথা ?
হে বীর, নীরব কেন- বৈষম্য যে এসেছে বাংলায়,
যোদ্ধা হয়ে তুমি লড়বে না কি তব মুক্তির আশায় ?
------------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২২-০৭-২৩ ইং।
****************************
২২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।