শতাব্দির সেরা কলঙ্ক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শতাব্দির সেরা কলঙ্ক আজ হেনেছে আঘাত !
জাতিকে করেছে নত শির ওইসব চোর ডাকাত।
দুর্ণীতি গ্রস্থের উপমায় রতি –মহারথি,
শিক্ষিত জ্ঞানী গুনী রাজ্যের অধিপতি।
এ প্রাণ আঁতকে উঠে, শিরায় শিরায় জাগে সাড়া
কোটি কন্ঠে প্রশ্ন উঠে, এইসব শিক্ষিত চোর কারা ?
ঘৃণার তড়িৎ বয়ে যায় তীব্র বেগে
বজ্রের বিজলী মেঘে মেঘে-
শতাব্দির সেরা কলঙ্কে আজ লাল সবুজ পতাকা
রন্ধে রন্ধে লুটেরাজ দুর্ণীতিবাজদের ছবি আঁকা।
অফিস -আদালত ,হাট –বাজার সিন্ডিকেটের হাত
রাজনীতির মাঠে ময়দানে জুলুম অত্যাচর পদাঘাত
চোর বাটপার বীর দর্পে আপন মহিমায়
এ স্বাধীন জাতিকে লুটে পুটে যায়---
শতাব্দির সেরা কলঙ্ক আজ ঝঙ্কারে ঝঙ্কারে
বীর জাতিকে নত শির করেছে বিশ্ব দরবারে।
-----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২২-০৭-২৩ ইং।
****************************
২২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।