মিষ্টি ঠোঁটের আলাপনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঠিক যেন এই হাসিটাই ভেসে উঠে দর্পণে !
যেখানে কম্পন উঠে মিষ্টি ঠোঁটের আলাপনে।
সেখানে হারিয়ে যাই আমি
এক অনুপম ভালবাসার স্বর্গ্ ভূমি।
বুকের নিভৃত কোণে যে আলপনা এঁকেছো তুমি
এ শিহরিত অনুভূতি মুছি কি করে ?
পিঞ্জরের গভীরে থরে থরে সাজানো প্রেমের ফুল
তোমাকেই দিতে চাই হে সুহাসিনী।
তবু কেন চুরমার শব্দে উড়ে যাও দুর-বহুদূর!
আমি যে ভালবাসি তোমায় অতুল্য হৃদয়
তুমি কত সুন্দর ! কতই না প্রসংশিত!
এক শোভার সমারহে তুমি ফোটেছো ফুলে হয়ে
এই উম্মুখর হৃদয় ভূমি।
ঠিক যেন এই হাসিটাই ভেসে উঠে দর্পণে !
যেখানে কম্পন উঠে মিষ্টি ঠোঁটের আলাপনে।
-------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৭-২০২৩ ইং
২৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।