যে ফুলের প্রতীক্ষায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ফুলের প্রতীক্ষায় চেয়ে আছি প্রহরে প্রহরে,
যারে এতো ভালবাসি অনুপম শিহরণে অন্তরে।
সে আজ হাসেনি, সে আজ ফুটেনি
কি অভিমান জানি না, হয়েছি পাথর চূর্ণ্।
তবু চাই , তুব ভালবাসি,তবু তুমি হেসে যাও
প্রেমের বাগানে এসে সৌরদীপ্ত !
অনেক অনুভব করি, অনেক মিস করি
এক হৃদয়ের আকুতি হতে তোমাকে চিনেছি
তোমাকে জেনেছি-
তাই রোজ রোজ চেয়ে থাকি তুমি হাসবে বলে
তোমার নিশ্চুপ মলিনতা অমার প্রবল কান্না।
জানি এ সূরভী, এ সুবাস মিশ্রিত পাঁপড়িগুলো
আমার জন্য নয়-
তবু ফুলের প্রতীক্ষায় চেয়ে থাকি একটু হাসির জন্য।
--------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-০৭-২০২৩ ইং
*********************
২৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।