সস্তা প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার মতো সস্তা প্রেমিক
তোমার পথ চেয়ে থাকবে!
অপেক্ষায় সমস্ত কার্য ফেলে
তোমায় কি মনে রাখবে?

আমার মতো সস্তা প্রেমিক
তোমার জন্য আনবে কি গোলাপ ফুল?
লজ্জায় আমতা আমতা করে
কথায় করবে কি শত ভুল।

আমার মতো সস্তা প্রেমিক
রাখবে কি তোমায় মনে,
শত ঝঞ্জায় তোমার জন্য
কবিতার ছন্দ কেউ কি বোনে?


আমার মতো সস্তা প্রেমিক
তোমার জন্য অপেক্ষা করবে,
তোমাকে দেখার আশে
চায়ের চুমুতে ঠোঁট কি কেউ পুড়বে?

আমার মতো সস্তা প্রেমিক
তোমার অপেক্ষায় শত রাত জাগবে,
নিকোটিনের ধোঁয়ায় তোমায়
কি মনে রাখবে?

আমার মতো সস্তা প্রেমিক
আর পাবে না কখনো,
তোমার যখন বিবাহ হবে
হয়তো ভালবাসতে চাইবো তোমায় তখনো।


আমার মতো কেউ সস্তা প্রেমিক
তোমার হোক ভাগ্য,
তার ছোঁয়ায় তোমার
প্রেম রোগ হোক আরোগ্য।


২৬-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।