কবিতার মৃত্যু হলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কবিতার মৃত্যু হলে, শব্দ বর্ণগুলো ঝরে গেলে
চরনগুলো তার কাব্যিকতা হারাবে এ নিখিলে।
হৃদয়ে হৃদয়ে রচিত হবে করুণ ব্যদনার কফিন,
অশ্রু জলে তরঙ্গিত হবে ভালবাসার অথৈ প্রাণ ।
তুমি হবে বিরহী ! তুমি হবে মোমের আগুন
শত প্রেমের অনুপম পৃথিবী !
হাসিটা দেখেই এত কবিতা, এত ব্যাকুলতা
আর সেখানে কবিতার মৃত্যু হলে
তুমি হারাবে আমাকে, তুমি খোঁজবে ভূ-লোকে
কোথায় পাবে বলো, আমি যে সমায়িত
ব্যদনার নোলা জলে, ভালবাসার সমাধিতে।
---------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৭-২০২৩ ইং
*********************
২৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।