প্রেম তরঙ্গ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রাগ করো না রাগ করো না,
এসেছি তোমার ঘাটে।
উত্তাল নদী হবো পার
যাবো প্রেমের হাটে ।
ওগো তুমি দেওনা তরী,
দিবো জগৎ পারি,
নাইকো ভয় উড়াও পাল
ধরবো আমি হাল ।
তুমি আমার প্রেম তরঙ্গ
হৃদয় ঘরের জ্যোতি,
তাইতো রাত্রি জেগে আছে
কখন দিবে সঙ্গ ?
রাগ করো না রাগ করো না,
চাই যে তোমায় অতি !
-----------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৭-২৩ ইং।
****************************


২৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।