কতোটা বেসেছি ভালো
- ফয়েজ উল্লাহ রবি

এতোটা বেসেছি ভালো তবু তুমি থাকো দূরে
আমি কী যোগ্য নই! রাখো দূরে রাখার সুরে।
জীবন জুড়ে থাকো তুমি
জানে যে তা অন্তযার্মী,
তুমি ছাড়া নিঃস্ব আমি; থাকবো ঘুরে-ঘুরে।

২৭ জুলাই ২০২৩


২৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-১১-২০২৩ ১৩:২২ মিঃ

কতোটা বেসেছি ভালো ? তবু দূরেই রাখো ?
আমি কি তোমার যোগ্য নই? কেনো ভুলে থাকো।
জীবন জুড়ে আছো তুমি
জানে যে তা অন্তযার্মী,
তুমি ছাড়া নিঃস্ব আমি; ভালোবাসায় মাখো।

বৃহস্পতিবার ১২ শ্রাবণ ১৪৩০, ২৭ জুলাই ২০২৩