স্কুল পালায়ে পার্কে ঘুরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ছুটেছে ওরা ছুটেছে দেখ,ছুটছে ঘরের দুলালী,
স্কুল পালায়ে পার্কে ঘুরে আদুরে মেয়ে শেফালী।
হাত বাড়ায়ে ধরছে বন্ধু, দেখছে কত মানুষ ভাই,
এ খবর কেউ জানে না আদুরে মেয়ে স্কুলে নাই।
পার্কে ঘুরে আড্ডা মারে লাজ সরম ত্যাগ করে,
ভাবছি মনে, দেখছিটা কি , এ কি ধবংস নবীন তরে !!
স্কুল পালায়ে পার্কে ঘুরে রাষ্ট্র সমাজ চোখ বুজে,
দেখছি ধর্ষ্ণ, রক্ত ক্ষরণ বন্ধুটারে আঁচল গুজে।
স্কুল পালায়ে পার্কে ঘুরে বুক উঁচিয়ে নির্ভয়ে,
সেই খবর জানে না পিতা-মাতা- শিক্ষক হয়ে !!
কোথায় যায় কি করে নেয়না খবর চোখটা খুলে,
স্কুল পালায়ে পার্কে ঘুরে তোমার সেই মেয়ে-ছেলে।
-----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৭-২৩ ইং।
****************************
২৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।