উচ্ছৃঙ্খল পোশাক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে পোশাক নগ্ন প্রমোদে উঠে মেতে,
যে পোশাক উচ্ছৃঙ্খল করে যেতে যেতে
তারে মার্জিত পোশাক বলি কি করে
তোমার গায় !
আয়নার সম্মুখে গিয়ে দেখ প্রতিচ্ছবি
তুমি কতটা নগ্ন হায় !
আশ্বিন –কার্তীকের বিবস্ত্র জন্তুর মতো
নির্লজ্জ শরীর প্রায় !
তরঙ্গ গুলো ভেসে উঠে ভাঁজে ভাঁজে
কলুষরক্ত নয়নের 'পরে কত রঙ ঢং সাজে।
নদীর জল প্রবাহ কূল ঘেঁষে বয়ে যায়
ধর্ষণের ঝড় তুফান গুলো ছোঁয়ে যায়
উচ্ছৃঙ্খল পোশাকের নগ্ন আয়নায়।
আর তুমি ,
রক্তে রক্তে লেখ অভিযাতের কবিতা !
এ কি উম্মাদনা তোমার ?
যে পোশাকে শরীরের নগ্নতা পরিপাটি হয়
সেখানে তেমার সম্মান হারানোর ভয় !
উচ্ছৃঙ্খল পোশাকের আড়ালে
অনলের কুন্ডি জীবনের পলে পলে।
-----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৭-২৩ ইং।
****************************
২৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।