ভালোবাসাহীন
- ফয়েজ উল্লাহ রবি
চাওয়া-পাওয়া ঘিরেই জীবন বাকী সব মূল্যহীন
কাটে! কাটছেই দিন তুমি কিংবা ভালোবাসাহীন।
তোমার-আমার এই ব্যবধান
হবেনা কোনদিন সমান,
দুই মেরুতে বসত করে; বাজাই এক হওয়ার বীন ।
২৯ জুলাই ২০২৩
২৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০১-১১-২০২৩ ১৩:২১ মিঃ
চাওয়া-পাওয়া ঘিরেই মানুষ বাকী সবই মূল্যহীন,
কেমন করে কাটবে জীবন মধুর ভালোবাসাহীন।
তোমার-আমার এই ব্যবধান
হবেনা কোনদিন সমান,
দুই মেরুতে বসত গড়ে; বাজাই এক হওয়ারই বীন ।
শনিবার ১৪ শ্রাবণ ১৪৩০, ২৯ জুলাই ২০২৩

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।