তোমার মাঝেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমার মাঝেই তোমার জোনাকিরা সুপ্ত,
রাত্রির আঁধারে খোঁজে পাবে সোনালী মুক্ত।
তোমার মাঝেই সুরভিত কানন, পুস্পের মেলা,
যদি তুমি ফোটাও তারে জীবনের ভেলা।
আপনারে ভালবেসে হও যদি কর্মে মত্ত,
যুদ্ধের পথে পথে অসূরেরা হবে অভিশপ্ত।
অলস হলে যদি আপনার দোষে
পরাজয় দেখবে তুমি জীবন পরশে।
যদি চাও তুমি পুস্পরাজের সূরভী গন্ধ,
আপন প্রেমে হও মত্ত জীবনের যুদ্ধ।
বিজয় তোমার নির্ঘুম নিশাচর চিত্ত,
দিবাকর উঠবে জেগে সোনালী নৃত্য।
শুভ্র আকাশ আর ভেদকরা রোদ্দুর,
দেখবে তুমি বিশ্ব তরে স্বর্গ্ সমুদ্দুর।
তোমার মাঝেই তোমার জোনাকিরা সুপ্ত,
রাত্রির আঁধারে খোঁজে পাবে সোনালী মুক্ত।
--------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৭-২৩ ইং।
****************************


২৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।