সৃষ্টির সেরা তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সৃষ্টির সেরা তুমি হে আদম সন্তান,
তোমারে দিয়েছে প্রভূ শ্রেষ্ঠত্তের সম্মান।
তুমি কি পেরেছো হতে নত শির
ওই আরশে আযীম দরবার !
অহমিকা ভুলে গোলাম হও , হে নশ্বর প্রাণ,
তবে তুমি পাবে অনন্তাকালে মুক্তির ঘ্রাণ।
এই নশ্বরে তুমি ক্ষণিকের রাজা-মহারাজ,
ওইদিন তো সাফায়েত পাবে না মন্দ কাজ।
লুফে নেও বুকে, লুফে নেও প্রাণ
প্রিয় নবীর সুন্নাত- আল কোরআন।
তুমি মুমিন, তুমি ঈমাদার, তুমি মুসাফির
মুক্তির প্রদীপ পূঁজি করে নেও অনন্ত হাশর।
তুমি একাত্তবাদে বিশ্বাসী, তুমি নত শির,
তুমি জান্নাতী মেহমান, তুমি উম্মত নবীজির।
তুমি মুমিন-মুসলমান
সৃষ্টির সেরা তুমি হে আদম সন্তান ।
-------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৭-২৩ ইং।
****************************


২৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।