শান্তির মিছিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শান্তির মিছিলে উগ্র লাঠিরা মুক্ত,
গাড়ী ঘোড়া দাউ দাউ আগুন যুক্ত !
রক্তে রক্তে রঞ্জিত ,শান্তির এই খেলা,
সুপ্ত মঞ্চে মঞ্চে নাটের গুরুদের মেলা।
আঁধারে শোষকের দল শিকারে মত্ত,
উত্তাল বাংলা মম মীরজাফরে অভিশপ্ত !
শান্তির মিছিলে গোলা বারুদের গন্ধ,
শাসন শোষনে জনতা আজ অবরুদ্ধ।
আতংক ভয় নির্ঘুম নিশাচর চিত্ত !
মুক্তি যুদ্ধে পাওয়া স্বাধীন বাংলার চিত্র।
শান্তির মিছিলে অশান্তিরা করে নৃত্য,
হুজুগে জনতা মরে পথে ঘাটে নিত্য।
--------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩১-০৭-২০২৩ ইং
*********************
৩১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।