ভেতরের সত্তা বোকা আমার
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

তোমার
দেয়া সুখগুলোকে স্বপ্নে সাজাই,
পাশে আছো তুমি, তবুও কেউ নেই ৷
তোমার
দেয়া একটি হাসি ক্যানভাসে আঁকি,
অথচ আয়না দিবা-
নিশি কাঁদছে দেখি ৷
তোমার দেয়া ভালোবাসা কল্পনায়
ভাসি,
অথচ কখনও বলোনি ভালোবাসি ৷

তোমার দেয়া সুনীলের রঙ
যে মেঘে ঢাকা,
বৃষ্টি নামে কখনও কি দিলেই টাকা ?
পাগলামী আজ পড়েই রবে একা,
কুড়িয়ে পাওয়া কষ্ট বুঝি তোমার
রাখা ৷

অবচেতন মনে কামড় বসায় ছাঁরপোকা ৷
জীবনে পুরোটাই কাঁদবে রে বোকা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।