ঋণ নিলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ঋণ নিলে
যায় না সুখে দিন,
ঋণ নিলে
হপ্তা -মাসে
কিস্তি ওয়ালা বাজায় বীণ।
ঋণ নিলে
যায় না সুখে দিন,
সকাল-বিকাল আসে
কিস্তির টাকা দিন।
ঋণ নিলে
যায় না সুখে দিন,
কিস্তির চাপে হারিয়ে যায়
সুখের নাচ তাক ধিন তাক ধিন।
০১-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।