না সবই না
- ফয়েজ উল্লাহ রবি

আসে না
কেউ মনের মাঝে
আসেনা ।

রাখে না
কেউ হৃদ মাজারে
রাখেনা ।

বাসে না
কেউ ভালোবাসা
বাসে না ।

থাকেনা
কেউ পাশে আমার
থাকেনা ।

খোঁজে না
কেউ ভালো মানুষ
খোঁজে না।

০১ আগস্ট ২০২৩


০২-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।