প্রজন্মের হাত দু’টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এনালক দিন নেই, চারিদিকে ডিজিটাল চাহনী,
হাতের মুঠোয় পৃথিবী রচিছে চমকিত কাহিনী।
ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রজন্মের হাত দু’টি,
ভঙ্গুর করে দিচ্ছে সোনালী স্বপ্নের কোমল শিশুটি।
আগামী প্রজন্ম এখন ডিজিটাল ঠোঁটে দেয় চুম্বন,
হৃদয় হারায়ে মোবাইলে খোঁজে প্রেমের মূলধন।
বন্ধন নেই বলে ভবিষ্যৎপ্রজন্ম মুক্তি শিখেনি
প্রাণে প্রাণে জীবন যুদ্ধের দামামা বাজেনি—
শিশুরা মোবাইলে মোবাইলে -বিভক্ত –আসক্ত!
ভালবাসা নেই, চারিদিকে ধবংসেরা বিপুল শক্ত।
আগামী প্রজন্মমেরা এখনো কোমলমতি প্রাণ
সহজ সরল—
যদি আলো দাও এখনো খোঁজে পাবে কাঙ্খিত ফল।
হে জাতি, হে অভিবাবক,
সময় ফুরালে পথ খোঁজে পাবে না, মুক্তিও আসবে না
শিশুর হাত হতে মোইল নিয়ে নাও
আগামী প্রজন্ম হবে সোনালী সূর্যের মতো চিরচেনা।
-----------------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং
*********************


০৩-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।