বৈষম্যের দাবানল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বৈষম্যের দাবানলে আজ অবরুদ্ধ-দমবদ্ধ,
এই বাংলার স্বাধীন শিবিরে-
স্বাধীন তুব স্বাধীনতা করতে পারি না উচ্চারণ,
মুক্তির মতো শব্দ নেই কোন
অধিকার নামক কোন কবিতা গল্প নেই
স্বাধীন বাংলার কবি সাহিত্যিকের কাব্যে
এখানে জোড় জুলুম অত্যাচর অবিচার
এখানে লুটেরাজ চোর বাটপার
এখনো রাস্তায় অন্নহীন বস্ত্রহীন কোটি কোটি বেকার
শ্রমিক- মালিকের সংঘাত!
সরকারী-বেসরকারীর বিস্তর বৈষম্য
এখানে চোরেরা পূর্ণি চাঁদ, সোনালী উষা, ফুলকলি
কোন হিসাব মিলাতে পারি না
বৈষম্যের দাবানলে জ্বলে পুড়ে ছাঁই হয়েগেছে
কবিতার পাতা, কবির কলম !
স্বাধীনতার অংক, মুক্তির গল্প
লক্ষ শহীদের রক্তে ভেসে গেছে গঙ্গায়।
স্বাধীনতা এখন ইতিহসা, মুক্তি এখন পরিহাস !
বৈষম্য স্বাধীন বাংলার রাজহাঁস।
-----------------------------------------

কলমে - মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৪-০৮-২৩ ইং।
*******************************************


০৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।