নাই তো তুমি তবুও আছো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চৌদিকে কাঁদছে শোন বৃদ্ধ -যুবক -শিশু,
কাঁদছে যে সব তরুলতা জীবজন্তু পশু !
নাই তো তুমি তবুও আছো এই ধরারই বুকে,
তোমার ছবি অন্তর প্রেমে সদা হাস্য মুখে।
হারিয়ে তোমায় ব্যাকুল ধরা বিরহ ব্যাথার গানে,
প্রভূর ডাকে আজ যে তুমি অনন্তের পথ পানে।
নাই তো তুমি তবু আছো গাজীপুর দর্পনে,
করতোয়ায় প্রেসক্লাবকে কত আয়োজনে।
সৃজন তোমার রাখবে মনে ভুবন উল্লাসে,
তুমিই আলো আঁধার মশাল এই নশ্বর এসে।
তোমার মত মানবিক করে যারা কাজ,
মৃত্যু তাদের নাই তো কভূ এই ধরার মাঝ।
তুমিই ছিলে জগৎ প্রেম মানবতার ছায়া,
প্রভূ যেন করে তোমায় করুণা রহম দয়া।
--------------------------------------
কলমে - মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর
তারিখঃ ০৪-০৮-২৩ ইং।
উৎসর্গ্ঃ Monjur Hossain Milon,
(সভাপতি গাজীপুর প্রেসক্লাব)
*******************************************
০৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।