এক পৃথিবী কান্না
- ফয়েজ উল্লাহ রবি
এক পৃথিবী কান্না আমার কোথায় রাখি জল
মনের ক্ষত ডাকবো কতো জীবনটা বিফল।
একটু সুখের আশায় আমি
অপেক্ষাতে নিশি যামি,
আসবে ক'বে সুখের সেদিন আলো-ই ঝলমল ।
০৫ আগস্ট ২০২৩
০৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
ফয়েজ উল্লাহ রবি
০৫-০৮-২০২৩ ১৩:৫১ মিঃদুঃখ যে তার জীবন গড়া দুঃখ দেবে কতো
কান্না যার চির সাথী দুঃখগুলো সুখের মতো।
ভয় দেখিয়ে কী হবে আর
হারানো নেই কিছুই যে তার, হাসছে অভিরত।
নিজের মাঝে ডুবেই যে সেই
ফয়েজ উল্লাহ রবি
০৫-০৮-২০২৩ ১৩:৫২ মিঃদুঃখ যে তার জীবন গড়া দুঃখ দেবে কতো
কান্না যার চির সাথী দুঃখগুলো সুখের মতো।
ভয় দেখিয়ে কী হবে আর
হারানো নেই কিছুই যে তার,
নিজের মাঝে ডুবেই যে সেই হাসছে অভিরত।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।