এতো চঞ্চল কেন হে দুঃখ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি এতো চঞ্চল কেন হে দুঃখ !
কেন শান্ত বুকে এতো উত্তাল ঢেউ ?
ঘাম ঝরা রক্ত দিয়ে কিনেছি যে সুখ,
হে দুঃখ, সেখানে তুমি তো নও কেউ।

তবে কেন সুখ নাহি পায় সুখ
সবাই কেন আড় চোখে চায়
বলতে কি পারো হে শত দুঃখ !
জীবন তো দিয়েছি বিলায়- এ বসূধায় ।

কেন হিংসেরা নিতে চায় কেড়ে,
সুখ নাহি চায় , সুখ নাহি চায় ।
আমার সুখ সইতে না পেরে
আত্মঘাতী হয়ে মরে যায়, মরে যায় !
তুমি এতো চঞ্চল কেন হে দুঃখ !
সুখ বুঝি সুখ নাহি পায়- এ বসূধায়।
----------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৫-০৮-২৩ ইং।
**************************


০৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।