মানুষে মানুষ নাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানুষে মানুষ নাই. ভদ্রতা নাই মুখে
মানুষ আছে, বুঝিতেছি, খোঁজিতেছি বুকে।
বুঝিতেছি- মানুষ চায় মনুষ্যত্ত্বের পরশ,
মানুষ রূপে আছি, সে যে দুঃসাহস ।

অসভ্যতার ছায়া সম ফুটে কূলে কূলে
প্রাণে প্রাণে অসুরের ধ্বনি তরঙ্গ দোলে।
মানুষে মানুষ নাই প্রেম শুন্য অন্তরে,
মুক্তির আশা অবসন্ন, অবশ শরীরে

ভালবাসার অভাবে মানুষ মরিবে অচিরে-
মানুষে মানুষ নাই, এই কথা বলিব কাহারে !!
----------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৫-০৮-২৩ ইং।
**************************


০৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।