সেই কবে ঝরে গেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই কবে ঝরে গেছে, এখনো যেতেছে দেখা,
শত বিরহ বেদনার ফুলে ফুলে শুভ্র রেখা।

সেই কবে ঝরে গেছে, এখনো পথ পানে অনিমিখে,
এখনো হরিণী চেয়ে- উথরোল প্রাণের দিকে দিকে।

সেই কবে ঝরে গেছে, জূঁই -চ্যামিলী -শিউলী ফুল,
এখনো শিশিরে সাড়া দেয় ধূলি মাখা বকুল।

সেই কবে ঝরে গেছে মিষ্টি সুরের অমৃত গান,
এখনো বাতাসে ভেসে বেড়ায় গুন -গুন -তান।

সেই কবে ঝরে গেছে, প্রবাহিত নদীর কূলে
দিয়ে গেছে ফুলমালা, যেতে যেতে ভুলে ভুলে

সেই কবে ঝরে গেছে, ছুঁয়ে গেছে তরুমূলে,
এখনো শিশির কণা, ভালবাসার ফুলে ফুলে।
------------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৫-০৮-২৩ ইং।
**************************


০৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।