পৃথিবীর নেশায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কাজের দোহাই দিয়ে নামাজ তো পড়নি;
আলোক মণিহার চিনে তো লওনি,
হেলায় হেলায় ভুলে গেলে ক্ষণিকের উচ্ছাসে;
সময় তো চলে গেলো মাঘের আটাশে,
কখন যে যমদূত এসে যায় হরষে
যেতে হবে তাঁর ডাকে অনন্ত পরশে।
সেদিন তাকিয়ে রবে পৃথিবী আকাশে
কোথাও নেই তুমি শ্রাবণের বরষে-
সময় ফুরায়ে এলো হিসাব তো করোনি
পৃথিবীর দোহাই দিয়ে বাতিল তো ছাড়নি
তোমার পরাজয়ে অশুরেরা হাসে
আর তুমি অনন্তকালের সর্বনাশে !
পৃথিবীর নেশায় তুমি উড়ছো বাতাসে
সেদিন দূরে নয় ,
তুমি পাকড়াও হবে সাব বিচ্ছুর ত্রাসে।
---------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৫-০৮-২০২৩ ইং
***************************
০৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।