অষ্টাদশী খড়ের চালে
- অরুণ কারফা

অষ্টাদশী খড়ের চালে

- অরুন কারফা
অষ্টাদশী খড়ের চালে
শুনে চক্ষু ওঠে কপালে
কেউ ভাবে যাবে একা যবে রবে
মনের কথা বলবেই খুলে
প্রস্তুতি চলে, না যায় ভুলে।

কেউ ভাবে যাবে শরতের সকালে
থরে থরে শিউলি গন্ধ ছড়ালে
যখন কিনা মনের বীণা
বাজিয়ে শাস্ত্রীয় ভৈরবী রাগে
পেশ করবে সে ভালবাসা বাগে।

কেউ আবার ভাবল অঝোর শ্রাবনে
নিবেদন করবে প্রেম সিক্ত মনে
উজাড় করে নিংড়ে নিজেরে
যাতনা বেদনা হৃদয়ের বেটে
আসবে সুহৃদের সন্নিকটে।

একজন আবার ভাবল তারে
দেখবে পূর্ণিমার ভরা জোয়ারে
দেখা যাবে আদল তখনি তো আসল
তারপর নয় ভোরের দিকে
প্রেম দেবে তারে শিশিরে মেখে।

কেউ ভাবলনা কিন্তু একবারও
কি করেই বা সময় কাটছে তারও
কি করে যে সে কিসের আশে
বেঁচে আছে ভবে এই সংসারে
কষ্টের বোঝা বয়ে অনিবারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।