এখানেই কবিরা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলো বিহীন পথ হারায় নাবিক সিন্ধু জলে,
তাই তো নাবিক পাঞ্জেরীর খোঁজে কূলে কূলে
সম্মুখে তুমুল ঝড় তুফান তরঙ্গ পীড়নে,
শান্ত সাগর অথৈ জলে উথরোল প্লাবনে।
সাগরে কল্লোল ধ্বনি, চমকিত বিজলী গগণে !
চারিদিকে বজ্রনাদ, কম্পিত প্রাণ জনে জনে ।
দুর্দশায় জাতি যখন ঘূর্ণি কবলে
খোঁজে ফিরে আলোর মশাল অন্ধকার সকলে
তখনই কবিরা দুঃসাহসিক উদয়- অচলে,
নব সূর্য্ রূপে কবিতার চরনে মুক্তির কথা বলে।
যদ্ধের ডাক দেয়,
চির সাম্যের গান গায় শিল্পীর রূপ ধরি,
এখানেই কবিরা কলম যোদ্ধা, নির্ভ্য় তরবারি।
এখানেই কবিদের বিজয় রাত্রির পূর্ণিমায়,
এখানেই কবিদের নব সূর্য্দয় যখন পথ হারায়।
------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং
*********************


০৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।