যুবকেরা হুঙ্কার দিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যুবকেরা হুঙ্কার দিলে ধূলি কণাও থাকবে না,
যুদ্ধ আর বিজয় হবে পরস্পর চিরচেনা।
তুমি যুবক দিবে হবে এনে সেই ফল
যে স্বাধীনতা, যে মুক্তি এখনো পায়নি সকল।
পরাজিত নয় বাঙালি, পরাজিত নয় যুদ্ধের কবিরা
যুদ্ধের দামামা এখনো বাজে শিরা- উপশিরা।
যুবকেরা হুঙ্কার দিলে জ্বলে পুড়ে ছাঁই হবে দুঃখ
লুটেরা , দুর্ণীতিাবাজ স্বৈরাচারের বন্দ হবে চোখ।
অধিকার ফিরে আসবে বঞ্চিত জনতার ঘরে,
আর কেউ দুঃসাহস দেখাবে না রাত্রির অন্ধকারে।
এখনো লক্ষ শহীদের রক্ত বয়ে চলে বাঁকে বাঁকে,
যুবকেরা চিনে ফেলেছে শত্রু,
ওরা দেশদ্রোহী হয়ে কার সঙ্গে থাকে !
যুবকেরা হুঙ্কার দিলে বিজয়ের পতাকা উড়বেই,
জাতি হাসবেই, আর ওরা জ্বলে পুড়ে হবে ছাঁই।
যুবকেরা হুঙ্কার দিলে ধূলি কণাও থাকবে না,
যুদ্ধ আর বিজয় হবে পরস্পর চিরচেনা।
----------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং
*********************


০৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।