কে এই নবীজির দুশমন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কে তোমার বুকে বসি করে কুটক্তি !
কার আছে এমন হিম্মৎ-দুঃসাহস- শক্তি ?
তুমি যে মাহবুবে খোদা, তুমি যে দিশারী জগতে,
তুমি যে মানবের বন্ধু ! চির উজ্জ্বল আলোতে।
তুমি যে মুক্তির সেতু , ওই আল্লাহ’র রহমে
কে আছে তোমার সম এই ধরাধামে ?
কোরআন সে আলো ! মানব মুক্তির সনদে
তুমি চির অধিষ্ঠিত সেই মসনদে !
কার আছে এমন হিম্মৎ-দুঃসাহস- শক্তি ?
কে এই পথভ্রষ্ট?
কে এই নবীজির দুশমন ! শয়তানের চুক্তি !
হে ঈমানদার ! হে মুমিন ! হে মুসলমান !
জাগ্রহ হও জেগে উঠ এই নশ্বর উদ্যান,
কার এমন সাধ্য আছে নবীকে করে অপমান !
উঁচু শীর দাঁড়াও- রুখে দাও দুশমনের তরবারি,
ভয় নেই ! ভয় নেই! কোরআন ‍মুক্তির পাঞ্জেরী।
-------------------------------------

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং
*********************


০৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।