তুমি সেই অমর বিশ্ব কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কবিতার তরঙ্গ তুমি বিখ্যাত জগতে,
আলোর মশাল তুমি,দূর্গম গিরি পর্বতে ।
তুমি এসেছিলে বলে রবি শস্য ক্ষেতে
ফুলে ফলে গিয়েছে ভরে উজ্জ্বল কিরণে,
কবিতার ছন্দ তুমি ঘূর্ণি ঝড় তুফানে
মানবতার উপমা তুমি কবিতার রচনে
সংগীতের সুর তান তুমি মধুর বাঁশিতে
তুমি এসেছো এই ধরা সাজাতে
তুমি বাংলার মহাকবি,বিশ্বের মহাকবি
চির সাম্যের প্রতিচ্ছবি !
কবিগুরু তুমি আছো জীবন- মরনে।
কত কাব্য-মহাকব্য তোমার চরণে,
জগত জানে কত গুন ধরে কত মতে
তুমি এসেছিলে বিশ্ব কবি হয়ে ধরাতে।
তুমি দিবা-যামী শীতল শ্বাসী ছায়া,
লাল-সবুজের পতাকায়
এখনো ভেসে উঠে মৃত্যুঞ্জয়ী কায়া।
তুমি সেই অমর বিশ্ব কবি,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
তুমি চির অম্লান, রবি- গ্রহ – তারা – শশী।
-------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং
*********************
০৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।