এখনো দেশদ্রোহী আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এখনো দেশদ্রোহী আছে দেশ-দেশান্তরে,
দেখি ওরা চঞ্চলে কালো মেঘের গভীরে।
প্রত্যহ যায় পূজে ওদের রবি দিনমণি,
লুকায়ে ধরণীতলে, তুলে দোসরের ধ্বনি !
বিষ্ময়ে দেখি ওদের চরণতলে আমাদের গণি
ওরা নাকি দিবে এনে ক্ষমতার মুকুটমণি !
যেখানে স্বাধীন পতাকা উদয় শিখরে,
সেখানে ওরা কি করে?
অসীম রহস্য তব, যখন গণতন্ত্র প্রখরে
বাংলার শোভা তুমি স্বাধীনতা, সবুজ প্রান্তরে
এখানে সমুজ্জ্বল লক্ষ শহীদের রক্ত নদী
তবু যদি
দেশদ্রোহী লুকায়ে রয় চন্দ্র গ্রহ- দলে-
ওদের ডেকে আনে মসনদের পালা-বদলে
এর চেয়ে লজ্জা কি ?
তবে কি স্বাধীনতা দিয়েছে জাতিকে ফাঁকি ?
কি মাহিমা তার, বলতে কি পারো রাজ্যপতি ?
কেন অধিকার পদতলে ?
কেন দেশ-দ্রোহীদের এতো জ্যোতি ?
এখনো দেশদ্রোহী আছে দেশ-দেশান্তরে,
দেখি ওরা চঞ্চলে কালো মেঘের গভীরে।
-----------------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৭-০৮-২০২৩ ইং
*********************
০৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।