নিরন্তর
- মুহাম্মাদ শরিফ হোসাইন

আমি গোবরে পদ্ম...
আমি অন্ধের যষ্টি...
তবু চাই প্রান মোর
জ্ঞানে-জ্ঞানেই পাউক তুষ্টি
ওকে (মনকে) না জানিয়ে
আমি প্রকাশ হতে চাইনা
মন বলেছে
আমি খুব সামান্যে তুষ্ট হওয়ার না...


আমি যুগ-জনমের
অ্যালবামবিহীন জাদুকরের সংগীত সাধনা
আমি বৎসরের পর বৎসর গুনে যাওয়া
ভূমি হারা মায়ের
কড়ায়-গণ্ডায় সব ফিরে পাওয়ার নিরন্তর মনস্কামনা
আমি নিভৃত নিদারুন খেঁটে মরা
গাঁয়ের কোন চাষা
আমি অবৈতনিক শিক্ষক
এ অজ পাড়ার
নৈশ বিদ্যালয়ের আশা
আমি প্রচুর টাকা উড়াই
করতে এসমাজের পাপিষ্ঠদের পাপের প্রায়শ্চিত্ত
আমি জ্ঞানের আলো বিলিয়ে যাই
করতে উদ্ভাস
সেই পরিচয়হীন বালক-বালিকার চিত্ত
...
আমি গোবরে পদ্ম...
আমি অন্ধের যষ্টি।


আমি ভেবে যাই
ঘুম থেকে উঠেই সবাই কান পেতে শুনবে
সমাজের হুইসেল
করে মনঃভক্তি
আমি ভেবে যাই
প্রুযুক্তি দিবে তোমায়-আমায় মুক্তি
আমি ভেবে যাই
সাম্যবাদী সমাজের ভ্রুন ঐ দেখা যাচ্ছে
আমি ভেবে যাই
ধরণীর তাবৎ ভাবুকরা এক হয়ে
জঞ্জাল সব দূরে ঠেলে দিচ্ছে...
...
আমি গোবরে পদ্ম...
আমি অন্ধের যষ্টি।

উৎসর্গঃ
জীবন সেরা বন্ধু,মুহিন কে...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।