বিচারক বন্দি হে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিচারক বন্দি হে বিচারিক আসরে,
স্বাধীনতা ডুবে গেছে বঙ্গোপসাগরে।
মুক্তি কোথায় পাবে এইসব আয়োজনে ?
চৌদিকে সত্যের দুর্ভিক্ষ রাজ্যের সুভাজনে।
যুদ্ধের তিলোত্তমা বিজয় হারায়ে অতঃপরে,
মুক্তিরে খোঁজেছে জাতি শুন্যে তৎপরে ।
দেব- দৈত্য- নরাতঙ্গ-রণক্ষেত্র বঙ্গ কাননে,
অশুরের বজ্রনাথ যেতেছে পুড়ে আনমনে।
বুকে বুকে স্বাধীন জাতির হাহাকার ধ্বনি,
মুক্তি নেই আছে শুধু কবির দীপ্ত লেখনী।
যে দিকে তাকাই- শহর –গঞ্জ- গ্রামে
এই জাতি ন্যায়বিচার শূন্য বিচারিক ধরাধামে।
যদি ওরা সৎহতো, যেতাম পৌঁছে চুড়ামণি,
এই বাংলা খোঁজে পেত মুক্তির হীরামণি।
বিচারক বন্দি হে বিচারিক আসরে,
স্বাধীনতা ডুবে গেছে বঙ্গোপসাগরে।
--------------------------------------
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৮-০৮-২০২৩ ইং
*********************
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।