পাগল নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি পাগল
ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি পাগল
তোমার অপেক্ষায় চিরকাল থাকবো,
আমি পাগল
তোমায় চিরকাল মনে রাখবো।
আমি পাগল
আছি তোমার সঙ্গে,
আমি পাগল
আছি তোমার হর্ষ-বিবাদ ঢঙ্গে।
আমি পাগল
আছি তোমার জন্য
আমি পাগল
তোমার তরে ধন্য।
আমি পাগল
তোমার ভালবাসার দাস,
আমি পাগল
তোমাকে পাবার করবো সতত আশ।
আমি পাগল
চাই তোমায় যদিও হও বৃদ্ধা বা বুড়ী,
আমি পাগল
তোমায় চিরকাল ভাববো আমারি....
#কষ্টের কবিতা
# পাগলের কবিতা
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।