মানহুঁশ
- ফয়েজ উল্লাহ রবি
দেখতে মানুষ চেহারাতেই ভেতরটা তার কালো
মন জুড়ে তার ঘৃণাই থাকে নেইতো কোন আলো ।
অন্যের ভালো সয়না মনে জ্বলে কারো সুখে
অট্ট হাসি আসে মনে দেখলে কাউকে দুখে ।
ভালো কারো করবে না সে দেবে মন্দেরই খবর
জিন্দা তোমায় মাটি দেবে পাথর দেবে কবর ।
বিশ্বাস তোমার রাখবেনা সে নিশ্চয় দেবে ধোঁকা
লুট করে সব নিঃস্ব করে হবে তুমি বোকা।
ঠোঁটের কোণে রাখবে হাসি মিলাবে যে হাত
সুযোগ পেলেই ভাঙ্গবে বাসা করবে কুপোকাত ।
০৮ আগস্ট ২০২৩
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।