বৃষ্টি
- মুহাম্মাদ শরিফ হোসাইন
ওদের প্রিয় কলার ভেলা
বাহারি কদম ফুল
ওসময়ের নারকেল পাতার গাড়ি
দেখছে কতো কলসি কাঁখে মোহনীয় নারী।
টিপ-টাপ,টাপুর-টুপুর
আহ,সেকি মধুর ব্যাঞ্জনা!
মজে থাকা লুডোর বোর্ড
অহেতুক কাঁদা-মাটির খেলা
আর হাঁসের প্যাক-প্যাক ডাক
মায়ের হাতের চাল ভাজা।
দীঘির জলে
ভেসে-ভেসে শাপলা কুড়ানো
সবুজ সবজীর গায়ে আলতো পরশ বোলানো
আন্তা পেতে ছোট-ছোট মাছ শিকারের প্রলোভন
আমের পাতায় অঝোর ঝরে যাওয়া
গুড়ি-গুড়ি বৃষ্টিরাজির সাথে ভাবনার সম্পাদন।
ওদের ঘরে
মাঝে মাঝে এসে যাওয়া
অতিথি পানির বন্যা,
বড় কারো জন্য নেই কোন
ভেবে যাওয়ার তাড়না।
এখন তুমি,আমার হেয়ালি মনের
প্রিয়ার সাথে মান-অভিমানের সঞ্চয়।
তুমি এসে গেলে
শুধু অপলক তাকিয়ে থাকি
আর তুমি না থাকলে,বৃষ্টি
শুধু চাইতে ইচ্ছে হয়।
গাঁয়ে কতো কি যে করছে ওরা,দূরে!
আর শুধুই কিছু শিশুর গ্রিলবন্ধী আবেগ ঝরছে,অদূরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।