মরণের পর
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

মরণের পরে যদি মন কভু চায়
যেও মোর সমাধির পাশে,
অশ্রু ফেল না দেখে যেও
কোথায় আছি তোমায় ভালবেসে।
ভাল তো বেসেছিলাম হৃদয় উজার করে
কেন যে দুঃখ পেলাম হৃদয় ভরে,
শুধু কান্নাকে সাথী করে এই জীবনে
দিলে দুঃখের পাহাড় গড়ে।
কেন যে ভুল করে তোমার নীল নয়নে ধরা দিলাম
তোমার হাসি দেখে মনকে জড়াতে চেয়েছিলাম
মিছে সব আশা আমার মরে গেল সুখ আমার ধুলায় গেল মিশে।
দেখে যেও কোথায় আছি তোমায় ভালবেসে।।

২০ আগস্ট ২০০০ ইং


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।