অন্তরালে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
বন বনান্তে ভালবাসার দিগন্তে
খুঁজছি তোমায় মনের অজান্তে।
পাইনি খুঁজে কোথাও তোমায়
আছ কোথায় লুকিয়ে আড়ালে।
বলনা এতো দিন কোথায় ছিলে-
ও প্রিয়তমা কোথায় ছিলে আমাকে ছেড়ে।
‘আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পেলে’।
হাজার স্বপ্ন আশা নিয়ে ভালবেসে ছিলাম হৃদয় উজার করে
কোন মোহে তুমি রইলে কোন অন্তরালে আড়াল ঘরে
‘আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পেলে’।
আমার ভালবাসায় ছিলনা কোন ভুল, ছিলনা অভিনয়
সত্যি হৃদয় দিয়ে চেয়েছি ভালবাসার পেতে অনুনয়।
কেন আজ চলে গেলে আমাকে অথৈ সাগরে ভাসিয়ে।
‘আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পেলে’।
কুমিল্লা
১৪.০৮.২০০০
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।