আদান প্রদান
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
যখনই ভালবেসে শূন্য হলাম! তখনই তুমি চলে গেলে
আমাকে নিঃস্ব করে বলো না সখি তুমি কি পেলে ।
যদি জানতাম তুমি পার ভুলে যেতে,
কভু কোন কালেই কাছে না পেতে।
দোষ ছিল কার বেশি ?তোমার আমার মাঝে ব্যাবধান
কেদিল দেয়াল কঠিন প্রাচীর বাধা মনের আদান প্রদান ।
যদি বুঝতাম কাছে কি ছুটতাম
তবু তোমার দোয়ারে থামা ।
ভুল কি ছিল না তোমার ?নাকি একাই আমি দোষী
চোখে তোমার আনন্দ অশ্রু, আমি বেদনার জল মুছি।
যদি জানতে তুমি কতোটা ভালবাসি
তবে যেতে না দূরে বলতেনা আসি ।
কুমিল্লা ২৫ অক্টোবর ২০০০ ইং
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।