প্রেম আগুনে
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
ভালবাসার আগুনে পোড়বো জেনে
আগেই অঙ্গার হয়েছে হৃদয়,
বিরহী ব্যথা কাঁদাবে মনকে মেনে
আগেই পাথর হয়েছে নির্দয়।
বেদনা সইবার, কষ্টে রইবার
চর্চা করে নিয়েছি কতোবার।
তোমার দেয়া দুঃখ গুলো লাগে বড় মধুর
কান্নারা আজ উৎসবে হাসে দেখে তোমায় বধূ ।
সুখের বৃষ্টি ঝড়ছে দুঃখ করতে জয়
আমার আমিতে আমি নেই তোমাতে হয়েছি ক্ষয় ।
শত কষ্টেও কাঁদেনা মন হয়না হতাশ কভু
সহ্য করার ক্ষমতা তো দিয়েছেন প্রভু ।
কুমিল্লা ২৬ অক্টোবর ২০০০ ইং
০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।