নীল আকাশে উড়ি
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

আমিতো নই যে তোমার
কেন আস কাঁদাতে,
পথপভ্র পথিক আমি
পারবে কি ফেরাতে ?
করেছি কি ক্ষতি তোমার
চাইনি দিতে দুঃখ,
চলে গেলে কি আসে যায়
বলেকি মন সুক্ষ্ণ ।
সুখতো সোনার হরিণ
যায়না তারে পাওয়া,
হাত বাড়িয়ে শূন্য হাতে
ঘরে ফিরে যাওয়া ।
মিছে মায়ার স্বপ্ন দেখে
কাটবে কতো কাল,
দুঃখের আগুন জ্বলে বুকে
থেমে-থেমে জ্বাল ।
চাইনা তো আর কাঁদতে-
সুখের খুঁজে ঘুরি,
দূর করে দুঃখের ভোজা
নীল আকাশে ওড়ি ।

কুমিল্লা
২৮ অক্টোবর ২০০০ ইং


০৮-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।